
নির্বাচন বানচালের লক্ষ্যে শুরু থেকেই বিএনপি নানান নৈরাজ্যমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। কিন্তু জনগণ তাদের কোনো আন্দোলনেই সাড়া দেয়নি বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদেরে সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার বাইরে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এর পরও কোনো কোনো দল নির্বাচন বানচালের লক্ষ্যে লিফলেট বিতরণসহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুতি নেয়া হয়েছে। সারা দেশে নির্বাচন ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]