‘ভোট কেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব প্রার্থীদের, কমিশনের নয়’
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৭
‘ভোট কেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব প্রার্থীদের, কমিশনের নয়’
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনকে স্বচ্ছ, পরিচ্ছন্ন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ইসির একার পক্ষে তা করা সম্ভব নয়। সরকারের সকল বিভাগকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ভোট কেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। এটি কমিশনের কাজ নয়। কমিশনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্র নিশ্চিত করবে। সবার সহযোগীতায় একটি অবাধ ও গ্রহন যোগ্য নির্বাচন হলে তা দেশ বিদেশে প্রসংশিত হবে।


২৭ ডিসেম্বর, বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলার প্রিজাইডিং অফিসারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এ কথা বলেন।


মতবিনিময় সভায় রাশেদা সুলতানা সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, নির্বাচন পরিচালনার অংশ না হয়েও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে দায়িত্বশীলতার সাথে তাদের কাজ করতে হবে।


জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।


মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, প্রিজাইডিং অফিসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/খালেক/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com