১১ বিষয়ে অগ্রাধিকার দিয়ে আওয়ামী লীগের ইশতেহার
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:২১
১১ বিষয়ে অগ্রাধিকার দিয়ে আওয়ামী লীগের ইশতেহার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে ইশতেহার ঘোষণা করছে আওয়ামী লীগ। স্মার্ট বাংলাদেশ শিরোনামে এবারের ইশতেহারের প্রতিপাদ্য 'উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান'।


বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ২০২৪ ঘোষণা শুরু হয়। ইশতেহার উপস্থাপন ও ঘোষণা করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


যে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেয়া হচ্ছে আওয়ামী লীগের ইশতেহারে-


১. দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।


২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।


৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।


৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।


৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।


৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।


৭. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা।


৮. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।


৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা।


১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।


১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।


জানা যায়, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের স্লোগান ছিল ‘দিনবদলের সনদ’। সেই ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দেয় আওয়ামী লীগ। এরপর ২০১৪ সালে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরোনামে ১০টি মেগা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়। সর্বশেষ ২০১৮ সালে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে ‘২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ এবং ‘২১০০ সালের মধ্যে নিরাপদ বদ্বীপ’ গড়ে তোলার পরিকল্পনা দেয়া হয়।


বিবার্তা/সোহেল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com