৫ মাসের মধ্যে হরিপুরে তেল উত্তোলনের বিষয়ে মূল্যায়ন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:৩৩
৫ মাসের মধ্যে হরিপুরে তেল উত্তোলনের বিষয়ে মূল্যায়ন
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর এমডি মো. মিজানুর রহমান বলেছেন, গত ১০ ডিসেম্বর হরিপুর ১০ নং কূপে তেলের সন্ধান মেলে। তেলের মান ইআরএল এবং বুয়েটে স্যাম্পল পাঠানো হয়েছে। নিজস্ব ল্যাবেও টেস্ট করা হয়েছে।


তিনি জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বরাত দিয়ে বলেন, তেলের বিষয়টি মূল্যায়ন করতে ৪-৫ মাস সময় লাগবে। তিনি বলেন, গ্যাস উত্তোলনের জন্য মূল্যায়ন ও কম্প্রেসনের কাজ চলছে। কম্প্রেসন শেষ হলে পাইপ লাইন বসানো হবে। এটা সম্পন্ন হলে কূপটি উত্তোলনে যাবে।


তিনি বলেন, কূপের ১৩৯৭ মিটার গভীরতায় তেলের প্রবাহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের উপস্থিতি পাওয়া গেছে।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এসজিএফএল-এর উদ্যোগে আয়োজিত অংশীজন সভায় তিনি এ তথ্য জানান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


সংস্কার ও সুশাসনমূলক কার্যক্রম বাস্তবায়নে জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন-পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. আলতাফ হোসেন।


১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর আবিষ্কৃত হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। বর্তমানে এসজিএফএলের আওতায় পাঁচটি গ্যাসক্ষেত্র আছে। সেগুলো হলো হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এর মধ্যে ছাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত অবস্থায় আছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com