পেঁয়াজের বাজারে অভিযান, ৯৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ২২:০২
পেঁয়াজের বাজারে অভিযান, ৯৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পেঁয়াজের বাজারে অস্থিরতা কমাতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশের বাজারে অভিযান চালিয়ে ৯৩ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি।


১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারি এ তদারকি সংস্থা।


এতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজারে অভিযান পরিচালনা করা হয়।


এদিন ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি দল বাজারে অভিযান পরিচালনা করেছে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৩৯টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।


সারাদেশে ৪১টি দলের অভিযানের মাধ্যমে ৯৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


ভোক্তা-অধিকার জানায়, অধিদফতরের নিবিড় তদারকি কার্যক্রমের ফলে বাজারে পেঁয়াজের দাম কমছে এবং সরবরাহ স্বাভাবিক হচ্ছে। তবে ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com