
ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তরিকুল ইসলাম। কর্মজীবনে তিনি দুবাই, মাদ্রিদ, ত্রিপোলি এবং এথেন্সে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
১১ ডিসেম্বর, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে পেশাদার কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
লালমনিরহাটের বাসিন্দা তরিকুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ সম্পন্ন করেন।
তিনি মাদ্রিদের ইউনিভার্সিটি অব কমপ্লুটেন্স থেকে কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]