শিরোনাম
তৃতীয় দিনের মতো ইসিতে চলছে আপিল কার্যক্রম
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬
তৃতীয় দিনের মতো ইসিতে চলছে আপিল কার্যক্রম
বিবার্তা প্রতিবদেক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনের মতো শুরু হলো আপিল কার্যক্রম। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল থেকে চলছে এই কার্যক্রম।


এর আগে বুধবার দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে জমা পড়ে ১৪১টি আবেদন। দুই দিনে মোট আপিল করেন ১৮৩ জন মনোনয়ন প্রত্যাশী।


যেসব ক্ষেত্রে স্বাক্ষর কিংবা অন্যান্য সংশোধনযোগ্য ইস্যু ছিল, সেগুলোর সমাধান করে আপিল করেছেন তারা। ঋণ খেলাপির কারণে বাদ পড়া অনেকেই অর্থ পরিশোধ করে হালনাগাদ তথ্যসহ আপিল আবেদন করছেন ইসিতে।


৯ ডিসেম্বর পর্যন্ত আপিল নেবে ইসি। ১০ থেকে ১৫ ডিসেম্বর শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ঋণ খেলাপি, বিল বকেয়া, আয়কর রিটার্নের সত্যায়িত কপি না থাকা ও প্রার্থীদের স্বাক্ষর না মেলার মতো ইস্যুতে বাতিল হয় ৭৩১ জনের মনোনয়ন।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com