শিরোনাম
বৃষ্টিতেও ঢাকার বায়ুর মান ফেরেনি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২১
বৃষ্টিতেও ঢাকার বায়ুর মান ফেরেনি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বুধবার রাত থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টিতেও ঢাকার বায়ু মানে উন্নতি হয়নি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে আজ রাজধানী ঢাকার অবস্থান ১১তম ও বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।


বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা লাহোরের স্কোর হচ্ছে ২১১ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং শহরটির স্কোর ১৭৬। এর অর্থ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।


তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর ১৭৩ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া কুয়েতের কুয়েত সিটি রয়েছে চতুর্থ অবস্থানে।

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com