শিরোনাম
কর্মসূচির নামে জীবন-জীবিকা বিপর্যস্ত করা মানবাধিকার লঙ্ঘন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:৩৪
কর্মসূচির নামে জীবন-জীবিকা বিপর্যস্ত করা মানবাধিকার লঙ্ঘন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজনৈতিক অধিকার আদায়ের নামে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচিতে জনসাধারণের দৈনন্দিন জীবনে ক্ষতিকর পদক্ষেপে ভীতি সঞ্চারের একটি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


ফলে জনজীবনের স্বাভাবিক গতিতে ছন্দপতন ঘটেছে। খেটে খাওয়া দিনমজুর মানুষের দৈনিক আয়েও প্রভাব পড়েছে। বিপর্যস্ত হচ্ছে সামগ্রিক জীবন, জীবিকা ও অর্থনীতির চলমান আবর্ত।


এ জাতীয় অবস্থার সৃষ্টি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন; বেঁচে থাকার উপকরণ রুটি-রুজির ওপর আঘাত কোনোভাবেই অধিকার আদায়ের সংগ্রাম হতে পারে না। এ অবস্থার সৃষ্টি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে জাতীয় মানবাধিকার কমিশন।


এ জাতীয় ঘটনার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পেশাদারিত্ব বজায় রাখা ও জনগণের জান-মাল ও সম্পদের নিরাপত্তায় আহ্বান জানিয়েছে সংস্থাটি।


বুধবার (৬ ডিসেম্বর) রাতে জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক মো. আজহার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার কমিশন জানায়, সাম্প্রতিক দিনগুলোতে কমিশন প্রত্যক্ষ করেছে বিভিন্ন গোষ্ঠীর ছত্রছায়ায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দেশব্যাপী অসহিষ্ণু ও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছে।


রাজনৈতিক অধিকার আদায়ের নামে জনসাধারণের দৈনন্দিন জীবনে ক্ষতিকর পদক্ষেপসমূহ যেমন- অবরোধ ও হুমকি প্রদান ইত্যাদির মাধ্যমে জনসাধারণের মনে ভীতি সঞ্চারের একটি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


জনসমাগমের স্থানে অগ্নিসংযোগ, গণপরিবহনে অগ্নিসংযোগ, শিক্ষায়তনের ফটকে তালাবন্ধ করা এবং বিদ্যালয়ে আগুন দেওয়ার মাধ্যমে ভয়-ভীতি ও সহিংসতা সৃষ্টি করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের চেষ্টা অব্যাহত রয়েছে। যা সম্পূর্ণরূপে স্বাভাবিক জীবন যাপনের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। এ ধরনের রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দেশব্যাপী নাশকতা, বিশৃঙ্খলতা ছড়ানোর কারণে জনজীবন দুর্বিষহ হওয়ার সম্মুখীন হচ্ছে। বছরের শেষ অংশে সারাদেশের শিক্ষায়তনগুলোতে মূল্যায়নের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা ক্ষেত্রে পরীক্ষা ও মূল্যায়ন উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান অবরোধের কারণে প্রতিনিয়তই পরীক্ষা গ্রহণে বিঘ্ন ঘটছে; এর ফলে মানসিকভাবে শিক্ষা অর্জনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বিভিন্নস্থানে বিচ্ছিন্নভাবে গুপ্ত হামলা, অগ্নিসংযোগ ও পিকেটিংয়ের মতো ঘটনাও প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে। হুমকি প্রদান, অবরোধ প্রভৃতির কারণে জনমনে আতঙ্ক ও ভয়ের পরিস্থিতির সৃষ্টি দেশের জন্য কখনই কল্যাণকর হতে পারে না।


ইতিমধ্যে সারা দেশে নির্বাচনী প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচন কমিশন সংবিধানসম্মত উপায়ে নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। জনগণ নিজ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্ব-স্ব নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে এটি প্রত্যাশিত।


এ অবস্থায়, সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রচেষ্টায় সকল রাজনৈতিক দলকে ধৈর্য, সংযম ও সহনশীলতা বিরাজমান রাখার জন্য জাতীয় মানবাধিকার কমিশন হতে আহ্বান জানানো যাচ্ছে।


পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পেশাদারিত্ব বজায় রেখে জনগণের জান-মাল ও সম্পদের নিরাপত্তায় আহবান জানানো যাচ্ছে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com