শিরোনাম
ভরিপ্রতি ১৭৫০ টাকা কমলো সোনার দাম
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩
ভরিপ্রতি ১৭৫০ টাকা কমলো সোনার দাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেট তথা সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে কমেছে ১৭৫০ টাকা। তাতে এই মানের সোনা কিনতে গেলে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।


৬ ডিসেম্বর, বুধবার গণমাধ্যমে পাঠানো বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে বাজুস এ ঘোষণা দেয়।


বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৭ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা।


তবে এদিন সোনার দাম কমানোর ঘোষণা এলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


উল্লেখ্য, সর্বশেষ গত ২৯ নভেম্বর সোনার দাম পুনর্নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com