দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এ সব অপসারণের জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন জননিরাপত্তা বিভাগ।
এর আগে, ১৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায় কমিশন।
এছাড়া সারাদেশের স্থানীয় প্রশাসনকেও একই নিদের্শনা দিয়ে চিঠি দিয়েছেন জননিরাপত্তা বিভাগ বলে সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত সপ্তাহে জননিরাপত্তা বিভাগ থেকে এই চিঠি পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ইসি জানায়,সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সামগ্রী থাকলে তা নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান প্রয়োজন বলেও মনে করেন নির্বাচন কমিশন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]