
পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের (পিজিসিবি) জিএমডি, খুলনা (উত্তর) দপ্তরের আওতাধীন খুলনা সেন্ট্রাল, গোয়ালপাড়া, নওয়াপাড়া, নড়াইল এবং বেনাপোল গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ চলছে।
৩ ডিসেম্বর, রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর থেকে গ্রিড উপকেন্দ্রগুলোতে বার্ষিক মেরামত ও সংরক্ষণের কাজ শুরু হয়েছে।
পাঁচটি গ্রিড উপকেন্দ্র এবং সাতটি সঞ্চালন লাইনের কাজ আগামী বছরের ১৭ জানুয়ারি শেষ হবে।
রক্ষণাবেক্ষণ কাজের ফলে গ্রিড উপকেন্দ্র ও সংশ্লিষ্ট সঞ্চালন লাইনগুলোর পূর্ণ সক্ষমতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]