শিরোনাম
২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু আরও ৩
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:১৬
২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু আরও ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৩২ জনের। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন।


৩ ডিসেম্বর, রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, শনিবার (২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫৬ জন এবং ঢাকার বাইরের ৫৮৬ জন।


চলতি বছরে ৩ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ২৬৯ জন। ঢাকার বাইরে আর ২ লাখ ৫ হজার ৪৩৭ জন।


চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৩ লাখ ৯ হাজার ১০৪ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৬ হাজার ৪৭০ জন। ঢাকার বাইরের ২ লাখ ২ হাজার ৬৩৪ জন।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com