
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন কিনেছেন ট্রান্সজেন্ডার উর্মি। গাজীপুর-৫ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুপ্রিম পার্টি (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোট থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন।
উর্মি গাজীপুর সদর উপজেলার বড়ইবাড়ী এলাকার ফাইজ উদ্দিনের সন্তান।
২৮ নভেম্বর, মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নেতৃত্বাধীন এই জোটের পক্ষে বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী প্রার্থী তালিকা ঘোষণা করেন।
এদিকে জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনীত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উর্মি। তিনি বলেন, দলের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আমাকে জনগণের পাশে পাওয়া যাবে।
তিনি আরও বলেন, বুধবার (২৯ নভেম্বর) আমি মনোনয়নপত্র জমা দেবো। এখন আমি কাগজপত্র ঠিক করছি। আশা করছি, মানুষ আমাকে ভোট দিয়ে সব সময় তাদের পাশে থাকার সুযোগ দিবে।
এ বিষয়ে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মনোনয়ন দেয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। তৃতীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী দিয়েছি।
নতুন নিবন্ধিত দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন ছয় দলের লিবারেল ইসলামিক জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২১ আসনে প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছে। বাকি ৭৯ আসনে প্রার্থীদের মনোনয়ন বাছাই করে বুধবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয় জোটের পক্ষ থেকে।
এবার গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ সভাপতি মেহের আফরোজ চুমকি। এই আসনে গণফোরাম থেকে সোহেল মিয়া এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আল আমিন দেওয়ান মনোনয়নপত্র তুলেছেন।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]