'হরতালে যান চলাচল স্বাভাবিক থাকবে'
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১৯:৪৭
'হরতালে যান চলাচল স্বাভাবিক থাকবে'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।


১৮ নভেম্বর, শনিবার সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ’র আহ্বানে হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে জরুরি আলোচনা হয়েছে। সেখানে এ সিদ্ধান্ত হয়।


তিনি বলেন, বিএনপি-জামায়াতের ডাকা রবিবার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।


এনায়েত উল্যাহ জানান, হরতাল-অবরোধে সারাদেশে ১২০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে ২২৫টি গাড়ি।


তিনি বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আগের ন্যায় এবারও দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।


সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মানিত সভাপতি মসিউর রহমান রাঙ্গা, এম.পি । বর্ধিত সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রায় ১২০টি জেলা শাখা/ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com