রাজধানীতে ফ্যামিলি কার্ড ছাড়া টিসিবির পণ্য বিক্রি শুরু
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১১:৩০
রাজধানীতে ফ্যামিলি কার্ড ছাড়া টিসিবির পণ্য বিক্রি শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে চলমান পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে সাধারণ ভোক্তার কাছে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। অর্থাৎ যারা আসবেন, তারা পণ্য পাবেন।


মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর ৩০টি পয়েন্টে ট্রাক সেলের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।


রাজধানীতে পণ্য বিক্রির স্পটগুলো হলো: খিলগাঁও রেলগেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন, মালিবাগ রেলগেট, শনির আখড়া বাসস্ট্যান্ড, আজমপুর কাঁচা বাজার (উত্তরা), মতিঝিল বক চত্বর, ফকিরাপুল বাজার, আব্দুল্লাহপুর মোড়, বাংলাদেশ মেডিকেল কলেজ (ধানমন্ডি), আজিমপুর ছাপড়া মসজিদ, ভিক্টোরিয়া পার্ক, সচিবালয়ের ৩ নম্বর গেটের সামনে, সূত্রাপুর থানার পাশে, কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে, মহাখালী কাঁচা বাজার, কচুক্ষেত বাজার (ক্যান্টনমেন্ট), গাবতলী বাসস্ট্যান্ড, কুড়িল বিশ্ব রোড, মিরপুর ১ নম্বর শাহ আলী মাজার, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, মিরপুর ইসিবি চত্বর, কলেজগেট (হৃদরোগ হাসপাতাল), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমণ্ডি, জিগাতলা, ফার্মগেট আনন্দ সিনেমা হল, রামপুরা বাজার, শাহজাদপুর বাজার, মিরপুর কালশীর মোড়, বেগুনবাড়ী (দিপীকার মোড়), শাহিনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ।


এর আগে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। এ সময় পণ্য বিক্রি কার্যক্রম শুরুর ঘোষণা দেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com