আজ নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৯:২৪
আজ নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষবারের মতো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আজ ৪ নভেম্বর নিবন্ধিত ৪৪টি দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছে ইসি।


আওয়ামী লীগসহ ২২টি দলকে সকাল ১০টা এবং বিএনপি ও জাতীয় পার্টিসহ ২২টি দলকে বেলা ৩টায় আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে।


ইসির পরিচালক (জনসংযোগ) কর্তৃক দলগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্বপ্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে ৪ নভেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


সকালে আমন্ত্রিত দলগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), তৃণমূল বিএনপি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ),গণফ্রন্ট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।


বিকালে আমন্ত্রিত দলগুলো হলো-বিএনপি, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।


গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সে সময় নিবন্ধিত দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বিএনপিসহ ৯টি দল ওই সংলাপ বর্জন করে। পরে ওই ৯ দলকে আবারও আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়। তাতেও বিএনপি সাড়া দেয়নি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com