বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা ফের চালু করার আশ্বাস: প্রতিমন্ত্রী
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৮:৩৭
বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা ফের চালু করার আশ্বাস: প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা ফের চালু করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, শ্রমবাজারের সুযোগ অপব্যবহার রোধে সাময়িক এই পদক্ষেপ স্বাগত জানায় ঢাকা।


২ নভেম্বর, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘ইসলামে নারী’ শিরোনামের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামী ৬ থেকে ৮ নভেম্বর সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ সফরে সৌদির পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ওই সফরের বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, শ্রমবাজারের সুযোগ অপব্যবহার বন্ধে ওমানের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় বাংলাদেশ। ভবিষ্যতে যারা যাবেন তাদের বৈধতা নিশ্চিতের তাগিদও দেন তিনি।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার ওমান দূতাবাসও জানিয়েছে, এ সিদ্ধান্ত কোনোভাবেই রাজনৈতিক নয়; বরং শ্রমবাজারের স্থিতিশীলতার জন্য নেয়া সাময়িক পদক্ষেপ। পর্যালোচনার পর ফের চালুর বিষয়েও আশ্বাস দিয়েছে দূতাবাস।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com