আরামবাগে পুলিশের ওপর জামায়াত-শিবির কর্মীদের হামলা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১৬:২৮
আরামবাগে পুলিশের ওপর জামায়াত-শিবির কর্মীদের হামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর আরামবাগে পুলিশের ওপর ব্যাপক হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছে।


২৮ অক্টোবর, শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনাস্থল থেকে সময় সংবাদের প্রতিবেদক জানিয়েছেন, আরামবাগে জামায়াতের সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ কয়েকজন কর্মী পুলিশকে লক্ষ্য অতর্কিতে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করেন। পরে পুলিশও লাঠিচার্জ করে। এতে সংঘর্ষ শুরু হয়।
এসময় বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন দলটির নেতাকর্মীরা। এছাড়া রাস্তার পাশের ভবনের ছাদ থেকে ঢিল ছুঁড়তে থাকেন পুলিশ সদস্যদের লক্ষ্য করে। তাদের হামলা পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন।


এর আগে সরকার পতনের একদফা দাবিতে সড়কে মহড়া চালানোর সময় পুলিশের মুখোমুখি হয় জামায়াত-শিবির কর্মীরা। অনুমতি না পেলেও মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করতে চেয়েছিলো তারা। শেষ পর্যন্ত নটর ডেম কলেজের আগে আরামবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই সমাবেশ করে দলটি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com