আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন : আইজিপি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০১:২২
আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন : আইজিপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আমাদের দেশে সাম্প্রদায়িক যেই সম্প্রীতি, এটা একটি উজ্জ্বল নিদর্শন। সেই উজ্জ্বল নিদর্শন স্থাপন করে আমরা সবাই একত্রে বসবাস করি। এটা সবাই জানান দিতে চাই এবং সবাই আমরা একাত্মতা প্রকাশ করতে আসি।


২২ অক্টোবর, রবিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।


আইজিপি বলেন, আমরা লক্ষ্য করছি প্রতিবছরই পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনেরা সবাই একটা অনুকূল পরিবেশ পাচ্ছে এবং তারা তাদের ধর্মীয় উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা মণ্ডপ স্থাপন করতে উৎসাহিত হচ্ছে।


তিনি বলেন, আমরা আশা করি এই দেশে সর্বত্র মঙ্গল আসুক, দেশের মধ্যে শান্তি আসুক। আর দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক।


শুভ শক্তির উদয় হোক এবং অশুভ শক্তির বিদায় হোক। প্রধানমন্ত্রী বলেন- ধর্ম যার যার উৎসব সবার। সেই উৎসবে আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার আমরা এসেছি।


পরে আইজিপি স্বামীবাগ রোডের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com