
দুর্নীতি দমন কমিশনে (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শিরীন পারভীন। পরিচালক পদ থেকে পদোন্নতি হয়ে দুর্নীতিবিরোধী সংস্থাটির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। নিজস্ব জনবল কিংবা প্রেষণ যেকোনো পর্যায় থেকে দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক।
৩০ এপ্রিল, মঙ্গলবার দুদক সচিব খোরশেদা ইয়াসমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
যদিও এর আগে নিজস্ব জনবল থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তারা পদোন্নতি পেয়েছিলেন।
মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া শিরীন পারভীন ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে ২০১৫ সালের নভেম্বর মাসে পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]