সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সোমবার (২৫ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন তিনি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সফরকালে বিমানবাহিনী প্রধান শারজাহে অবস্থিত এএএল গ্রুপের আমন্ত্রণে প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ ও ওভারহল প্লান্ট পরিদর্শন করেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুই সফরসঙ্গীসহ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]