ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫
ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন। বৈঠ‌কে তারা দু`দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।


নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (১৮ সে‌প্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে বৈঠক ক‌রেন মো‌মেন-শার্লি।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একটি একক সিদ্ধান্ত নিতে এবং আগামী জলবায়ু সম্মেলনে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।


ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ চালু করার ওপর গুরুত্বারোপ করেন।


সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরেন মোমেন। তি‌নি ঘানার পররাষ্ট্রমন্ত্রী‌কে বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ গ্রহণ করার আহ্বান জানান। এ‌ক্ষে‌ত্রে তি‌নি ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগের বিষ‌য়ে গুরুত্ব দেন।


ঘানায় বাংলাদেশ মিশন স্থাপন অথবা অনারারি কনসাল জেনারেল নিয়োগের অনুরোধ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com