ক্রিকেটারদের অনুশীলনের সময় ফ্লাডলাইটে আগুন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১৭:৫৪
ক্রিকেটারদের অনুশীলনের সময় ফ্লাডলাইটে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রুদ্ধদ্বার অনুশীলন করছে বাংলাদেশ। এরই মাঝে ঘটেছে এক দুর্ঘটনা। স্টেডিয়ামের পূর্ব গ্যালারির ফ্লাডলাইটে হঠাৎ আগুন জ্বলে উঠল।


আজ বিকাল চার টার দিকেও মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলছিল। তবে কিছুক্ষণ পরই দেখা যায় ফ্লাডলাইটে আগুন। জানা গেছে শর্ট সার্কিটের কারণে এমন টা হয়েছে। এ সময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষনিকভাবে ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়।


এরপর ক্রিকেটাররাও মাঠ ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। সমস্যা সমাধান করতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। ঘণ্টা খানেকেরও কম সময়ের মধ্যেই ফ্লাড লাইট সচল হয়ে যায়। ফলে আবারো ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন।


আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে গেল শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে অতিরিক্ত নেওয়া হয়েছে আরও ৩ ক্রিকেটারকে। এই ২০ জনের মধ্যে লিটন দাস, সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন। এই দুইজন ছাড়ার স্কোয়াডের বাকি সদস্যরা অনুশীলনে অংশ নিয়েছেন।


বিবার্তা/রিয়াদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com