শিরোনাম
একই শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি, জনমনে শঙ্কা
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১৯:২৩
একই শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি, জনমনে শঙ্কা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এক ও অভিন্ন শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে রাজধানীতে সমাবেশের অনুমতি দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


মঙ্গলবার বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।


খন্দকার গোলাম ফারুক বলেন, জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না। যানজট তৈরি করা যাবে না। এমন কিছু শর্তে দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে।


আগামীকাল বুধবার বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ সমাবেশ থেকেই সরকার পতনের ‘এক দফা’র আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছে দলটি।


একই দিন পাল্টা শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।


ডিএমপি কমিশনার জানিয়েছেন, শর্তসাপেক্ষে দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দুই দলের জন্যই অভিন্ন শর্ত থাকছে।


একই সময়ে দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি স্থানে সমাবেশ আহ্বানকে ঘিরে রাজধানীবাসির মাঝে তৈরি হয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা।


ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে বিএনপি এবং বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় আওয়ামী লীগের সমাবেশ নিয়ে সাধারণ মানুষের মাঝেও চলছে নানা জল্পনা কল্পনা। দীর্ঘদিনের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ হঠাৎ যেন ফুঁসে উঠছে। চলমান এই রাজনৈতিক ইস্যু ভাবিয়ে তুলেছে রাজনীতি সচেতন মানুষকেও। দুটি সমাবেশ ঘিরে সংঘাতের আশঙ্কা করছে কেউ কেউ। মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর মগবাজারে অজ্ঞাত দুস্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। দুর্ভাবনা বেড়ে গেছে আরও।


ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, সমাবেশের নামে কোনো বেআইনি কার্যকলাপ করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com