মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছায়া তদন্তে ডিবি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১৩:১৬
মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছায়া তদন্তে ডিবি
বিবার্তা প্রতিবেক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান হারুন অর রাশীদ।


তিনি বলেন, মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ছায়া তদন্ত করছে ডিবি পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


এর আগে, সোমবার (১০ জুলাই) রাতে মগবাজারের দিলু রোডের মুখে হঠাৎ রিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয়েছে।


পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানার একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়।


হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস বলেন, দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আরও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন।


তিনি জানান, ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ফেলা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে এবং এর পেছনে যারা আছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


এ ঘটনা কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com