শিরোনাম
‘নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হবে ইইউর উচ্চ পর্যায়ে’
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১২:৪৮
‘নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হবে ইইউর উচ্চ পর্যায়ে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধিদলের প্রধান রিকার্ডো শোলেরি।


মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় ইসির সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠকের পর এ কথা বলেন।


বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। অন্যদিনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিলের পাঁচ সদস্য উপস্থিত ছিলেন। ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটির নেতৃত্ব দিচ্ছেন রিকার্ডো শোলেরি।


শোলেরি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে কি না, সেটি সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায় থেকে।


ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান জানান, তারা আগামী ভোটের পরিবেশ নিয়ে নানা পক্ষের সঙ্গে কথা বলছেন। তারা যা দেখলেন সেটি জানানো হবে। তবে সরকার তাদের আন্তরিকভাবে গ্রহণ করেছে।


ইসির সঙ্গে বৈঠকের আগে সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল।


নির্বাচন কমিশনের আমন্ত্রণে গত রবিবার (৯ জুলাই) ভোরে ঢাকায় আসে ইইউয়ের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রথম দিনেই বেশ কয়েকজন কূটনীতিকের সঙ্গে মতবিনিময় করে প্রতিনিধিদলটি।


সফরের দ্বিতীয় দিন সোমবার আওয়ামী লীগের প্রতিনিধিদল, মানবাধিকার কমিশন, বাংলাদেশ পুলিশ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দলটি।


বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী দলটি আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এই সময়ে তারা সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে বৈঠক করবে।


আগামী ১৫ জুলাই বিকেলে বিএনপি নেতাদের সঙ্গে দলটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিন আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও বৈঠকে বসবে সফররত দলটি। তাদের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতেই নির্ধারণ হবে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না।


বিবার্তা/সানজিদা/কেআর


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com