১৭তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল আগস্টে
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ২০:৪৯
১৭তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল আগস্টে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী আগস্ট মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। এর অংশ হিসেবে খাতা মূল্যায়নের নম্বর এন্ট্রিসহ প্রয়োজনীয় কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।


৩ জুলাই, সোমবার এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান এ তথ্য জানান।


তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা শিক্ষকেরা মূল্যায়ন শেষে পাঠানো শুরু করেছেন। এখন নম্বর এন্ট্রিসহ প্রয়োজনীয় কাজ চলছে। আশা করছি, আগামী আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে। এরপর মৌখিক পরীক্ষা নেয়া শুরু হবে।


প্রসঙ্গত, গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪ হাজারের বেশি চাকরি প্রার্থী। এর আগে বিজ্ঞপ্তি দেয়ার দীর্ঘ ৩৪ মাস পর গত ৩০ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com