মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের অবাঙালিদের পুনর্বাসন করা হবে কেরাণীগঞ্জে
প্রকাশ : ২০ জুন ২০২৩, ২২:২২
মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের অবাঙালিদের পুনর্বাসন করা হবে কেরাণীগঞ্জে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মোহাম্মদপুরে তথাকথিত “বিহারি ক্যাম্পে” বসবাসকারী অবাঙালিদের পুনর্বাসনের জন্য ঢাকার কেরাণীগঞ্জে ৫,৬০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে সরকার।


২০ জুন, মঙ্গলবার সংসদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বরিশাল-২ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মো. শাহে আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।


এসময় মন্ত্রী আরো বলেন, দেশের সব শহরে ধীরে ধীরে দরিদ্র জনগোষ্ঠীর প্রান্তিক অংশকে টেকসই উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


এর আগে, বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ঢাকার পাশে নতুন এলাকায় স্থানান্তর করা হবে বলে গত বছরের মার্চে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রাজধানীর মোহাম্মদপুর, মিরপুরসহ আরও কিছু এলাকায় ছড়িয়ে আছে অবাঙালি বিহারিদের কলোনি। দীর্ঘদিন ধরেই তাদের এ আবাসন ব্যবস্থা নিয়ে চলছে নানা বিতর্ক। একদিকে যেমন বিহারি ক্যাম্পগুলোকে নানা অপরাধের ঘাঁটি কিংবা আশপাশের এলাকার পরিবেশ নষ্টের কারণ বলে ধরা হয়, অন্যদিকে তাদের মানবেতর জীবনযাপন নিয়েও আছে সাধারণ মানুষের মধ্যে মমত্ববোধ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com