আসন্ন জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে: প্রধানমন্ত্রী
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১৯:০৭
আসন্ন জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে: প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে আরো শক্তিশালী, সু-সংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।


১২ জুন, সোমবার গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তাই তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত করতে হবে। বাংলাদেশ নিয়ে নানা চক্রান্ত শুরু হয়েছে, অনেকেই চায় না আমাদের দেশ এগিয়ে যাক।
নেতাকর্মীদের তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে।
দেশবিরোধী, খুনি, মৌলবাদী চক্র, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
বিএনপি একটি পক্ষের উসকানিতে লাফাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যাদের উস্কানিতে বিএনপি আজ লাফাচ্ছে, তারা কিন্তু তাদের ক্ষমতায় বসাবে না। তারা শুধু বিএনপিকে ব্যবহার করবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com