বৈঠকে ইসি: ঘোষণা হতে পারে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের তফসিল
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১২:২৭
বৈঠকে ইসি: ঘোষণা হতে পারে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের তফসিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ। নির্বাচন হতে পারে জুলাইয়ের শেষের দিকে।


বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সম্মেলন কক্ষে বেলা ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে ঘোষণা হতে পারে তফসিল।


আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রবিবার (৪ জুন) শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।


সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য আফছারুল আমীন গত ২ জুন মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।


জানা যায়, এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল এবং নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধনসহ চার এজেন্ডা নিয়ে আলোচনা করছে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে।


বিবার্তা/সানজিদা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com