সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ভর্তুকি দিয়ে টিকিয়ে রেখেছে: গভর্নর
প্রকাশ : ০২ জুন ২০২৩, ১৭:৩৩
সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ভর্তুকি দিয়ে টিকিয়ে রেখেছে: গভর্নর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ভর্তুকি দিয়ে সরকার টিকিয়ে রেখেছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।


২ জুন, শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।


আবদুর রউফ তালুকদার বলেন, যেহেতু আমরা জ্বালানির জন্য দেশের উপর নির্ভর করি না। ইউরোপের কারণে দেশের জনগণের কথা বিবেচনা করে সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি দিতে হচ্ছে। ইউরোপের দেশগুলোতে মানুষের অর্থনৈতিক অবস্থা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।


তিনি বলেন, তবে বাংলাদেশের সরকার কৌশলী হওয়ার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এখনো ভালো অবস্থায় রেখেছে। যার ফলে কৃষি শিল্প ও সেবা খাত পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভালো আছে।


বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এটার কিছু সমস্যা আছে। এটা সাময়িক। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা দেশের অভ্যন্তরের সমস্যার জন্য নয়।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com