জাতীয়
পাঁচদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি
প্রকাশ : ০২ জুন ২০২৩, ১৩:১০
পাঁচদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।


২ জুন, শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।


রাষ্ট্রপতি আগামীকাল তুরস্কের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দিবেন।


তুরস্কের প্রেসিডেন্ট  রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের উদ্দেশে  গতকাল রাত ১১ টায়  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভি আই পি  ফ্লাইটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডীন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ , সংশ্লিষ্ট সচিবসহ  পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।


রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। সফরকালে ৩ জুন তুরস্কের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতে অংশ নিবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।


তুরস্ক সফর শেষে আগামী ৬ জুন রাষ্ট্রপতির  দেশে ফেরার কথা রয়েছে।  


বিবার্তা/ সানজিদা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com