
২০২৩-২৪ অর্থবছরে জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১৩০৯ কোটি ৮৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যা গত বছরের সংশোধিত বাজেটের চেয়ে ৩২৫ কোটি টাকা কম। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে সেটি আরও কমতে পারে।
২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১৬৩৪ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকা। পরিচালন খাতে ছিল প্রায় ৮৪৮ কোটি টাকা আর উন্নয়ন খাতে ৭৮৬ কোটির একটু বেশি। চলতি অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে পরিচালন ব্যয় খাতে বেশি বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত বছর যে বরাদ্দ ছিল ৮৪৭ কোটি টাকা, সেই বরাদ্দ এই খাতে এবার ৯২৭ কোটি টাকা।
এদিকে, পরিচালন খাতে বরাদ্দ বেশি দিলেও, উন্নয়ন খাতের বরাদ্দ কমে প্রায় অর্ধেকে নেমেছে। গত অর্থবছরে ক্রীড়ার উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ৭৮৬ কোটি ৫০ লাখ টাকা। এবার প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৮২ কোটি ৪৮ লাখ টাকা।
চলতি অর্থবছরে পরিচালন ব্যয় ৮০ কোটি টাকা বৃদ্ধি পেলেও, উন্নয়ন খাতে বরাদ্দ কমেছে ৪০৪ কোটি টাকা। ফলে গত বছর সংশোধিত বাজেটের চেয়ে এবার প্রস্তাবিত বাজেট কমেছে প্রায় ৩২৫ কোটি টাকার মতো। প্রস্তাবিত বাজেটের চেয়ে সাধারণত সংশোধিত বাজেটের আকার আরও কমে যায়।
বিবার্তা/লিমন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]