করযোগ্য আয় না থাকলেও ন্যূনতম ২ হাজার টাকা আয়কর আরোপ
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৯:৪৫
করযোগ্য আয় না থাকলেও ন্যূনতম ২ হাজার টাকা আয়কর আরোপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিভিন্ন ধরনের সরকারি সেবা নিতে যাদের ট্যাক্স রিটার্ন জমাদানের বাধ্যবাধকতা রয়েছে, তাদের করযোগ্য আয় না থাকলেও বছরে ন্যূনতম ২ হাজার টাকা আয়কর দিতে হবে। নতুন অর্থ বছর থেকে এ নিয়ম কার্যকর হচ্ছে। করমুক্ত আয়সীমার নিচে থাকলেও এ টাকা পরিশোধ করতে হবে।


১ জুন, বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপনকালে এ করারোপের কথা জানান। ৩৮ ধরনের সরকারি সেবা নিতে নিবন্ধিত করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ বিবরণী এবং ট্যাক্স রিটার্ন জমাদানের বাধ্যবাধকতা রয়েছে।


বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশন এলাকার করদাতাদের ক্ষেত্রে করযোগ্য আয়ের বিপরীতে ন্যুনতম ৫ হাজার টাকা আয়কর পরিশোধের যে বিধান রয়েছে, তা অপরিবর্তিত থাকবে। এছাড়া অপরাপর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ন্যুনতম ৪ হাজার টাকা আয়কর ও অন্যান্য এলাকার ক্ষেত্রে ন্যুনতম ৩ হাজার টাকা আয়কর পরিশোধের বিধান বহাল থাকবে।


বিবার্তা/লিমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com