
নীলফামারীর ডিমলা উপজেলার তিন ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১৭ জুলাই ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
উপজেলার ৫নং গয়াবাড়ী, ৯নং টেপা খড়িবাড়ী ও ৪ নং খগা খড়িবাড়ী ইউনিয়নের নাম তালিকায় প্রকাশ করে ইসি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। এ ৩ ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে ব্যালটে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫৭টি ইউপির মধ্যে ২৯টিতে সাধারণ নির্বাচন হবে। উপ-নির্বাচন হবে অন্য ২৮টিতে।
এই ২৮টির মধ্যে ৮টিতে চেয়ারম্যান ও ২০টিতে সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিবার্তা /সানজিদা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]