
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশ প্রটোকল পেতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মৌখিকভাবে আবেদন করা হয়েছে। তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি রোড সিকিউরিটি কোনো দেশ নিতে চায়, পে করেই নিতে হবে। অন্য দেশ চাইলেও নিতে পারে।
৩১মে, বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে আজ বিকেলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করতে মন্ত্রণালয়ে আসেন। পিটার হাসের সঙ্গে দেখা হওয়ার পর মন্ত্রী বলেন, ভিসা স্যাংশন কারও উদ্দেশে দেওয়া হয়নি। এটা একটা সুন্দর নির্বাচনের জন্য দেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন পিটার হাস।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারও কোনো মাসলম্যান বা বন্দুকের নল বিশ্বাস করে না। সরকারও চায় একটা সুষ্ঠু নির্বাচন। কূটনৈতিক পাড়ায় সিকিউরিটির ব্যাঘাত বিষয়ে জানতে চেয়েছেন পিটার হাস। যে চার অ্যাম্বাসিতে সিকিউরিটি দেওয়া হতো, সেগুলো তাদের জন্য অতিরিক্ত সিকিউরিটি ছিল। এখন যদি কেউ নিতে চায়, তাহলে পে করেই নিতে হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]