সংসদে ডা. জাফরুল্লাহ ও নায়ক ফারুকের ওপর শোক প্রস্তাব
প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৮:৫৯
সংসদে ডা. জাফরুল্লাহ ও নায়ক ফারুকের ওপর শোক প্রস্তাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (নায়ক ফারুক) মৃত্যুতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে।


বুধবার, ৩১ মে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরুর পর শোক প্রস্তাব উপস্থাপন করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এরপর শোক প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের আলোচনা শুরু হয়।


ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে গত ১১ এপ্রিল রাত ১১টায় মৃত্যুবরণ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন। অন্যদিকে গত ১৫ মে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।


এছাড়া প্রবীণ রাজনীতিবিদ ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়।


বিবার্তা/সউদ/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com