
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিদেশ সফরে থাকায় প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান।
সোমবার (২৯ মে) সুপ্রিম কোর্ট প্রশাসনে পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী জানান, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের আমন্ত্রণে এক সিম্পোজিয়ামে অংশ নিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত সিউলে অবস্থান করবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১৭ মে’র প্রজ্ঞাপন অনুসারে রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতকালীন সময়ে অর্থাৎ ২৮ মে থেকে ২ জুন অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন।
বিবার্তা/সউদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]