
কম দামে পাওয়া গেলে রাশিয়া থেকে জ্বালানি কিনবে বাংলাদেশ। সম্প্রতি কাতার সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন বলে জানায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি।
২৯ মে, সোমবার আরটি’র প্রকাশিত প্রতিবেদনে জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া আমাদের কাছে কম দামে জ্বালানি বিক্রি করলে, আমরা অবশ্যই তা কিনব। সস্তায় পাওয়া গেলে জ্বালানি না কেনার কোনো প্রশ্নই আসে না।
শেখ হাসিনা বলেন, শুধু রাশিয়া নয়, যারাই আমাদেরকে কম দামে জ্বালানি দিবে তাদের কাছ থেকেই বাংলাদেশ জ্বালানি কিনবে। আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।
শেখ হাসিনা আরও বলেন, দেশের উন্নয়নের জন্য আমরা সবকিছু করার চেষ্টা করছি। জনগণের চাহিদা পূরণ করা আমাদের দায়িত্ব। আমরা চাই আমাদের নাগরিকরা সমৃদ্ধ জীবন যাপন করুক। তাদের সে অধিকার আছে। এ জন্য আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।
বিবার্তা/লিমন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]