
দেশে গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সংখ্যা প্রায় ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ গত বছরের ৪ নভেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়। সেদিন ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। এর পর থেকে দৈনিক শনাক্তের সংখ্যা ৭০ এর নিচেই ছিল।
রবিবার ( ২৮ মে ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৮ মে সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করে ৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়। এ সময়ে মৃত্যু হয়নি কারও। এ দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫০ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৯৭১ জনে। তবে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জনে অপরিবর্তিত রয়েছে।
সর্বশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যুর খবর এসেছিল। এর পর গত ৬১ দিন আর কারও মৃত্যু হয়নি।
এদিকে ২৮ মে শনাক্ত হওয়া নতুন রোগীডের ৫৪ জনই ঢাকার বাসিন্দা। এ ছাড়া গাজীপুরে ১৪ জন, সিলেটে চার এবং বরিশালে একজন নতুন রোগী মিলেছে।
বিবার্তা/সউদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]