
করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ২৬ মে, শুক্রবার নিজের ফেসবুক আইডিতে তিনি করোনাভাইরাসে আক্রান্তের কথা উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। শারীরিকভাবে ভালো আছেন, কোয়ারেন্টাইনে রয়েছেন।
ডিএমপি কমিশনার ফেসবুক স্ট্যাটাসে শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। কেউ যাতে ফোন করে তার শারীরিক অবস্থা জানতে না চান, সে জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি।
গত বছরের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্বভার নেন খন্দকার গোলাম ফারুক।
বিবার্তা/রিয়াদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]