সিটি নির্বাচন
খুলনা ও বরিশালে মনোনয়নপত্র দাখিল শেষ আগামীকাল
প্রকাশ : ১৫ মে ২০২৩, ১৩:০৯
খুলনা ও বরিশালে মনোনয়নপত্র দাখিল শেষ আগামীকাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে আগামীকাল (১৬ মে)।


নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুয়ায়ী আগামীকাল বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে।


এ দুই সিটির মনোনয়নপত্র বাছাই হবে ১৮ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ মে থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে।


খুলনা ও বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ জুন।


স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর।মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়।


১৩ এপ্রিল থেকে খুলনা সিটির ক্ষণ গণনা শুরু হয় এবং ১০ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। বরিশাল সিটি ভোটের ক্ষণ গণনা শুরু হয়েছে ১৪ মে থেকে ১৩ নভেম্বর।


পাশাপাশি, একই সময়সূচিতে অনুষ্ঠিত হবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ, কক্সবাজার পৌরসভা, নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন।


বিবার্তা / সানজিদা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com