শিরোনাম
কুমিল্লা-১৩ আসনের সীমানা পুনর্বিন্যাসে শুনানি অনুষ্ঠিত
প্রকাশ : ০৩ মে ২০২৩, ২০:৪৬
কুমিল্লা-১৩ আসনের সীমানা পুনর্বিন্যাসে শুনানি অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা অঞ্চলের চার জেলার ১৩ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করতে শুনানী অনুষ্ঠিত হয়েছে।


৩ মে, বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১০ টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানী শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে পাঁচটায়।


ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের শুনানি দিয়ে সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানী শুরু করেছিল বর্তমান কমিশন।


সীমানার আপত্তি নিয়ে সবচেয়ে বেশি ৮৩টি আবেদন জমা পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে। এ অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিপক্ষে ২টি আর পক্ষে ৪টি আবেদন জমা পড়েছে। কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে বিপক্ষে ৪৯, পক্ষে ১২টি আবেদন জমা পড়েছে। কুমিল্লা-৮ ও কুমিল্লা-৯ আসনে বিপক্ষে ৩টি আবেদন এবং কুমিল্লা-১০ আসনে ৮টি আবেদন বিপক্ষে জমা পড়েছে। নোয়াখালী-১ ও নোয়াখালী-২ আসনে ৪টি আবেদন বিপক্ষে জমা পড়েছে। এছাড়া চাঁদপুরের ১ , ২, ৩, ৪, ৫ প্রত্যেকটি আসনে বিপক্ষে ১টি করে আবেদন জমা পড়েছে।


বুধবার সকাল ১০ টা থেকে ১০.৩০ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-৫ (২৪৭), ১০.৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা-১ (২৪৯), কুমিল্লা-২ (২৫০), কুমিল্লা -৮ (২৫৬) ও কুমিল্লা-৯ (২৫৭) কুমিল্লা-১০ (২৫৮) এর শুনানি অনুষ্ঠিত হয়।


ঘণ্টা দুই বিরতি দিয়ে বিকাল ৩.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত নোয়াখালী-১ (২৬৮), নোয়াখালী-২ (২৬৯), চাঁদপুর-১ (২৬০), চাঁদপুর-২ (২৬১), চাঁদপুর-৩ (২৬২), চাঁদপুর-৪ (২৬৩) ও চাঁদপুর-৫ ( ২৬৪) আসনগুলোর শুনানি হয়।


শুনানি শেষে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নবীনগরের একটি অংশ আরেকটি আসনের সঙ্গে বিভক্তি ছিল। তার পক্ষে-বিপক্ষে আবেদন করেছেন। কেউ চাচ্ছেন আগের মতো বহাল রাখার জন্য আবার কেউ চাচ্ছেন কয়েকটি ইউনিয়ন অন্য জায়গা থেকে সংশোধন করে আরেকটি আসনের সঙ্গে সংযুক্ত করার জন্য।


তিনি আরো বলেন, কুমিল্লা-১ আসনের মধ্যে রয়েছে কুমিল্লা, দাউদকান্দি এবং মেঘনা উপজেলা। কুমিল্লা-২ এর মধ্যে রয়েছে হোমনা এবং তিতাস উপজেলা। কুমিল্লার মেঘনাবাসীদের পক্ষ থেকে সেখানকার আওয়ামী লীগের সভাপতি সফিক এবং তার পক্ষে অনেক জনপ্রতিনিধিরা রয়েছেন। মেঘনা উপজেলাটিতে তারা প্রশাসনিক এবং ভৌগোলিকভাবে দাউদকান্দি এবং হোমনার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সুতরাং সেটা কুমিল্লা-১ থেকে ২ এর সঙ্গে অন্তর্ভুক্ত করে এবং ২ এর সঙ্গে যে বিদ্যমান তিতাস উপজেলা রয়েছে সেটাকে হোমনা থেকে বাদ দিয়ে দাউদকান্দির সঙ্গে সংযুক্ত করা। এটার পক্ষে-বিপক্ষে বিভিন্ন রাজনৈতিক নেতারা, স্থানীয় সুশীল সমাজ ও তাদের বিজ্ঞ আইনজীবী বক্তব্য উপস্থাপন করেছেন। কমিশনের সিদ্ধান্ত হচ্ছে যতগুলো আবেদন পড়েছে সব পক্ষের বক্তব্য শোনার পরে কমিশন পূর্ণাঙ্গ মিটিং করে তারপর প্রজ্ঞাপন আকারে কমিশনের সিদ্ধান্ত জানিয়ে দেবে।


জাহাংগীর আলম বলেন, প্রথমে ছিল দাউদকান্দি উপজেলা। সেখান থেকে হোমনা উপজেলা হয়েছে, তারপরে মেঘনা উপজেলা হয়েছে পরে তিতাস উপজেলা হয়েছে। ২০০৮ সালে বিভক্তির মাধ্যমে দাউদকান্দির সঙ্গে মেঘনা উপজেলা সংযুক্ত করে কুমিল্লা-১ আসন করা হয়েছে এবং হোমনা উপজেলার সঙ্গে তিতাস উপজেলা সংযুক্ত করে কুমিল্লা-২ আসন সংযুক্ত করা হয়েছে।


মেঘনার রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য হচ্ছে, যেহেতু হোমনা থেকে বেশিরভাগ অংশ নিয়ে মেঘনা উপজেলা গঠিত হয়েছে, এতে দাউদকান্দি উপজেলা দূরবর্তী হওয়ার কারণে তাদের যাতায়াতে অসুবিধা হওয়ায় তারা হোমনার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আবেদন করেছে।


ইসি সচিব বলেন, কুমিল্লাতে এক সময় ১২টি আসন ছিল। ২০০৮ সালে একটি আসনকে সমন্বয় করে ১১টি করা হয়েছে। নাঙ্গলকোটের পক্ষে একজন সাবেক সংসদ সদস্য (এমপি) ও অন্যান্যরা আবেদন করেছেন। এখানে একটি নতুন আসন অন্তর্ভুক্ত করার আবেদন করেছেন। নাঙ্গলকোট যেহেতু একসময় একটি ইন্ডিভিজুয়াল আসন ছিল সেটাকে পুনর্বহালের আবেদনও জানিয়েছেন।


দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩৮ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের ওপর ১৮৬টি আবেদন জমা পড়েছে।


বিবার্তা/সানজিদা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com