ঢাকাসহ দেশের যেসব স্থানে বৃষ্টি হতে পারে আজ
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০৯:১২
ঢাকাসহ দেশের যেসব স্থানে বৃষ্টি হতে পারে আজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।


শুক্রবার সকালে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।


তিনি লেখেন, ঢাকা শহরে বৃষ্টির সম্ভাব্য সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা ও দুপুর ২টা থেকে বিকাল ৫টা। রাজশাহী ও রংপুর ছাড়া দেশের সব বিভাগের বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। 


এছাড়া তিনি দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাব্য সময়ও উল্লেখ করেন পোস্টে।


ঢাকা বিভাগ: সকাল ১০টার পর থেকে বিকাল ৫টার মধ্যে। 


খুলনা বিভাগ: সকাল ৭টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯টার মধ্যে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপর। 


ময়মনসিংহ বিভাগ: সকাল ৯টার পর থেকে দুপুর ১২টার মধ্যে।


বরিশাল বিভাগ: সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে। 


চট্টগ্রাম বিভাগ: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।


সিলেট বিভাগ: বিভিন্ন স্থানে সারাদিন একাধিবার বৃষ্টির হতে পারে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বৃহস্পতিবার জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের দিন দেশের কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে আর এতে কমে যাবে তাপমাত্রা।


শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com