
পবিত্র মাহে রমজানে চিনির দাম কমিয়েছে সরকার। নতুন দর অনুযায়ী প্রতিকেজি খোলা চিনি ১০৭ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১০৪ নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্যাকেটজাত চিনির দাম ১১২ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
৬ এপ্রিল, বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই দর আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্সের ১৯ মার্চ, ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনের ২৭ মার্চ, ২০২৩ তারিখের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির দাম সমন্বয় করা হলো।
এতে বলা হয়- নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতি কেজি ১০৪ টাকায়, যা আগে ছিল ১০৭ টাকা। আর প্যাকেট চিনি এক কেজির দাম পড়বে ১০৯ টাকা, যা আগে ১১২ টাকা।
বিবার্তা/রিয়াদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]