
কোর্ট পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার (মৌখিক) সময়সূচি প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোর্ট পরিদর্শক পদের মৌখিক পরীক্ষা আগামী ৮ এপ্রিল শুরু, চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুসারে প্রতিদিন ২৫ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু।
মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। এ ছাড়া প্রার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, প্রবেশপত্র ও আবেদনপত্রের কপি সঙ্গে আনতে হবে।
বিবার্তা/সানজিদা/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]