লিফটে আটকা পড়া ৬ কনস্টেবলকে উদ্ধার
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১৩:৫৪
লিফটে আটকা পড়া ৬ কনস্টেবলকে উদ্ধার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানী শাহবাগে পুলিশ কন্ট্রোলরুমের লিফটে আটকা পড়েন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত ছয় পুলিশ কনস্টেবল। খবর পেয়ে রাতেই তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।


২৫ মার্চ শনিবার রাত ১০টা ৭ মিনিটে তাদের উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


তিনি বলেন, আমরা খবর পাই ৯৯৯-এ কর্মরত ৬ পুলিশ সদস্য লিফটে আটকা পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম সুমনের নেতৃত্বে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে।


শহিদুল ইসলাম সুমন বলেন, উদ্ধার কাজ শেষ করতে আমাদের সময় লেগেছে ১ মিনিট ৪৯ সেকেন্ড।


পুলিশ কন্ট্রোল রুমের নিচ তলা থেকে মেশিনের সাহায্যে লিফটের দরজা খুলে সুস্থ অবস্থায় তাদরে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, লিফটে গোলযোগের কারণে দরজাটি লক হয়ে তারা আটকে পড়েছিলেন।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com