কর্মকর্তাদের আপা-ভাই ডাকলে মাইন্ড নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ১৮:৪৯
কর্মকর্তাদের আপা-ভাই ডাকলে মাইন্ড নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারি কর্মকর্তাদেরকে স্যার ডাকা নিয়ে দেশের সর্বমহলে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। এর সূত্রপাত স্যার না বলায় রংপুরের ডিসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুকের সঙ্গে ক্ষুব্ধ আচরণ করেছেন এমন অভিযোগ থেকে। এর প্রতিবাদে ওই শিক্ষক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও শুরু করেছিলেন। পরে অবশ্য ডিসি চিত্রলেখা নাজনীন দুঃখ প্রকাশ করে ওই ঘটনার ইতি টেনেছেন।


এবিষয়ে মন্তব্য করতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আজ বলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাঁদের স্যার বা ম্যাডাম ডাকার কোনো বাধ্যবাধকতা নেই। ভদ্রতার খাতিরে অনেকে স্যার বা ম্যাডাম ডাকেন। তবে আপা বা ভাই ডাকলে মাইন্ড করা যাবে না ।


এ বিষয়ে সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদের কথা মনে করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।’


বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com