
গৃহহীন আরও ৪০ হাজার পরিবারকে আশ্রয় প্রকল্পের ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত এক পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সজীব ওয়াজেদ জয় সেখানে লিখেছেন, ‘গৃহহীন আরও ৪০ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর।’ এরপর তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে - বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, বর্তমানে দেশের ৯টি জেলা ও ২১১টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত।’
এছাড়া তিনি ফেসবুক পোস্টে আশ্রয়ণ প্রকল্পের নানা দিক ও তথ্য সংবলিত একটি ভিডিও পোস্ট করেন। যেখানে প্রকল্পের সচিত্র ফুটে উঠেছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]